Logo
Logo
×

রাজনীতি

একটি দল আগে স্থানীয় নির্বাচন কেন চায়, জানালেন লুনা

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৭:৪৪ পিএম

একটি দল আগে স্থানীয় নির্বাচন কেন চায়, জানালেন লুনা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, নতুন একটি দল আছে, যারা সব সময় তাদের পরিচয় গোপন করে রাজনীতি করে আসছে। নির্বাচন নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। সেই দল বুঝতে পেরেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। তারা সেটি বুঝতে পেরে এখন বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন; কিন্তু এই স্থানীয় নির্বাচনের জন্য বিএনপি ১৬ বছর আন্দোলন করেনি। আমরা আন্দোলন করেছি জাতীয় নির্বাচনের জন্য। স্থানীয় সরকার এখনও বলবত আছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই দ্রুত উল্লেখযোগ্য সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির দল করে কেউ দখলবাজি বা কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকতে পারবে না। সবাই নিজ নিজ এলাকায় মানুষের কল্যাণে কাজ করে মানুষের সমর্থন আদায় করতে হবে। কেউ দখলবাজি বা কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন।

শনিবার বিকালে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশেষ মোনাজাত করা হয়।

বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য রুমেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রভেল এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আক্তার আহমদের যৌথ পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. মাহবুব আলম জহির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন।

আরও বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সদস্য উপজেলা যুবদলের আহবায়ক সামছুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিরণ মিয়া, সাবেক ছাত্রদল নেতা শেখ শাহজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাহেল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল ওদুদ।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম