ছাত্রদলের রাজনীতি নিয়মিত ছাত্ররাই করবে: বকুল

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:২৫ এএম

সংগৃহীত ছবি
বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, সব ক্যাম্পাসে নিয়মিত ছাত্রত্ব রয়েছে- এমন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের কমিটি করার উদ্যোগ নিয়েছি। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এতে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে মাহে রমজান উপলক্ষ্যে ছাত্রদলের আয়োজিত হিজবুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।
বকুল আরও বলেন, যারা নিয়মিত ছাত্র তারাই ছাত্ররাজনীতি করবে। এই মূলমন্ত্রকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই ধারণাকে সাধারণ ছাত্রছাত্রীরা স্বাগত জানিয়েছে।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে ছাত্রদল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোয় অপরাধের স্বর্গরাজ্য তৈরি করেছিল।