ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৫:০১ পিএম

ছবি: সংগৃহীত
ধর্ষণরোধ, ধর্ষকদের প্রকাশ্যে শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শুক্রবার বাদ জুমা রাজধানীর বাইতুল মোকাররমে বিক্ষোভ মিছিল করে।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনের সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ধর্ষণ আজ সমাজের জন্য মারাত্মক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা শাস্তির আওতায় আসছে না। ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। পাশাপাশি শাহবাগে পুলিশের ওপর হামলা দেশের আইনশৃঙ্খলার ওপর চরম আঘাত। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মুফতি শারাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মহানগর সহ-সভাপতি মাওলানা শরিফুজ্জামান জসিম, হাফেজ শামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রিজওয়ান হুসাইন, জাবেদ হুসাইন, কাজী সালেহ, উবায়দুর রহমান, মিজানুর রহমান, হাবীবুল্লাহ মিসবাহ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।