Logo
Logo
×

রাজনীতি

চাঁদাবাজ, দখলদার ও কালোবাজারি মুক্ত হবে জাতীয় নাগরিক কমিটি

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:৪৯ পিএম

চাঁদাবাজ, দখলদার ও কালোবাজারি মুক্ত হবে জাতীয় নাগরিক কমিটি

চাঁদাবাজ, দখলদার ও কালোবাজারি মুক্ত হবে জাতীয় নাগরিক কমিটি- এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ। তিনি বলেন, আমরা ভালোবাসা এবং ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করব।

বুধবার আখাউড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির কমিটির উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণ এবং আহত ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. আতাউল্লাহ বলেন, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম গুম হওয়ার আগে আমার সঙ্গে তার কথা হয়েছিল। তখন আমি বলেছিলাম- হয় প্রধানমন্ত্রী না হয় শাহাদতবরণ। তিনি শাহাদতবরণের পথ বেঁচে নিয়েছিলেন।

এ সময় আতাউল্লাহ আরও বলেন, বাংলাদেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি নেই নাগরিক কমিটির কোনো সদস্যকে বিপদে ফেলবে, আপনারা যদি কোনো বিপথগামী না হন।

তিনি বলেন, জুলাই-আগস্টের যারা জীবন দিয়েছেন তারা কোনো তথাকথিত নির্বাচনের জন্য জীবন দেননি, তারা একটি সংস্কারের জন্য এবং নতুন রাজনীতির জন্য জীবন দিয়েছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা বিগত দিনে ফ্যাসিবাদী কায়েম করেছে এবং আমার ভাইদের বিনা অপরাধে হত্যা করেছে তাদের বিচার আগে হতে হবে, বিচারের পরে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার হবে তার পর নির্বাচন চাই।

ইফতার ও দোয়া মাহফিলে মো. আজিজুর রহমান লিটনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমির মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন খান, প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, জিহান মাহমুদ, মো. জামসিদ, মো. রুবায়েদ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম