তৃতীয় লিঙ্গের সঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদের ইফতার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১১:০৫ পিএম

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে হিজড়া সম্প্রদায়ের সঙ্গে ইফতার করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় ইফতারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব তানজিনা তাম্মিম হাপসা, মো. সজীব আহমেদ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মিশু আলী সুহাশ।
জুলাই আন্দোলন থেকে শুরু করে বন্যার মতো দেশের ক্রান্তিলগ্নে হিজড়া সম্প্রদায়ের অবদান ছিল চোখে পড়ার মতো। জুলাইয়ের স্পিরিট থেকে গঠিত নতুন ছাত্র সংগঠন তাদেরকে সঙ্গে নিয়ে ইফতার করাটা ছিল ব্যতিক্রম উদ্যোগ।
হিজড়া সম্প্রদায়ের হাবিবা জানিয়েছেন, তাদের খুব ভালো লেগেছে যে ছাত্ররা তাদের মনে রেখেছেন আর তাদের সঙ্গে ইফতার করেছেন। এছাড়াও হিজড়া সম্প্রদায়ের কলি জানান, তারা খুব খুশি হয়েছে ইফতারের আয়োজনটি তাদের সম্প্রদায়ের সঙ্গে করা হয়েছে।
ছাত্ররা তাদের কথা ভেবেছেন আর সকলকে একসঙ্গে বসার সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ ব্যক্ত করেছেন তিনি এবং ছাত্রদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব তানজিনা তাম্মিম হাপসা জানান, আজকের ইফতারের আয়োজন বৈষম্যহীন বাংলাদেশের বার্তা দিচ্ছে। হিজড়া সম্প্রদায় আমাদের সমাজেরই একটা অংশ এবং জুলাইয়ে যোদ্ধা তাদেরকে সঙ্গে নিয়েই ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মিশু আলী সুহাশ বলেছেন, আমরা দেখিছি ছাত্রদের কাতারে এসে কীভাবে জুলাইয়ে এবং জুলাই পরবর্তী বন্যার ত্রাণের কাজে হিজড়ারা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদেরকে যে ছাত্ররা ওন করে এটা বুঝাতে এবং একসঙ্গে ইফতারের মাধ্যমে রমজানের খুশি ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছাত্ররা সংখ্যালঘুদের পাশে আছেন বলে জানিয়েছেন তিনি।