Logo
Logo
×

রাজনীতি

সবাইকে বিশ্বাস করা গেলেও আ.লীগকে নয়: হুম্মাম কাদের

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:৫৫ পিএম

সবাইকে বিশ্বাস করা গেলেও আ.লীগকে নয়: হুম্মাম কাদের

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, নোংরা রাজনীতি আওয়ামী লীগ করেছিল, সেটা আমরা করি না। যারা আমাদের কষ্ট দিয়েছে, আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে, এই কষ্ট আমরা কাউকে দেব না। তবে তাদের নজরে রাখব। মনে রাখবেন, সবার ওপরে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নয়।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগর সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসবভবন প্রাঙ্গণে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা এবং পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ মহসিন।

বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি নেতা শওকত আলী নূর, মো. জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মো. ইউসুফ চৌধুরী, মো. নুরুল আমিন চেয়ারম্যান, মো. খোরশেদ আলম, মো. মসিউদ্দৌলা, মো. হেলাল উদ্দিন শাহ, এখতিয়ার হোসেন, মো. শহিদুল্লাহ, মো. আনছুর উদ্দিন, কাজী নাজিম উদ্দীন, আবু বক্কর, হেলাল আহমদ প্রমুখ। সঞ্চালনা করেন মাকসুদুর রহমান চৌধুরী ও মো. ফারুকুল ইসলাম।

হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে, তারাও আমাদের পরিবারের মানুষ। আমার পরিবারেও অনেক আওয়ামী লীগ আছে। আপনাদেরও হয়ত কোনো মামাতো ভাই, চাচাতো ভাই কেউ না কেউ তো আওয়ামী লীগ করে। এখন আমরা যদি বার বার করে বলি, আওয়ামী লীগের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না, সেটা তো আর হবে না। আপনাদের ধরে নিতে হবে, যারা আওয়ামী লীগ করে, তারা সারাজীবন তাই করবে। আমি আপনাদের বলছি না, তাদের বুকে টেনে নিন। আওয়ামী লীগকে যেভাবে আমি বলে দিতে পারি যে, আমরা আপনাদের বিশ্বাস করি না। তার থেকে বড় হচ্ছে যে, যারা আমাদের সঙ্গে মোনাফেকি করছে। তারা আমাদের পাশে দাঁড়িয়ে, আমাদের পিঠে ছুরি দিয়েছে। বিপদের সময় খুব কম মানুষ পাশে এসে দাঁড়িয়েছিল আমার। যারা পাশে দাঁড়িয়েছিল অবশ্যই তাদের মূল্যায়ন করা হবে। আর যারা আমাদেরকে ধোঁকা দিয়েছিল, তাদেরও তালিকা বানিয়েছি আমি। আশাকরি আল্লাহর বিচারের আগে এই দুনিয়াতে তাদেরও বিচার কিছুটা আমরা করতে পারব।

তিনি বলেন, গতবার আমরা যখন রাঙ্গুনিয়ায় ইফতারের জন্য আহ্বান করেছিলাম, তখন যে প্যান্ডেল টানানো হয়েছিল, সেই প্যান্ডেলে আওয়ামী লীগ এসে আগুন দিয়েছিল। নেতাকর্মীরা তখন আমাকে এসে বলেছিল, আপনার জন্য ঠিক হবে না, আপনি এলাকায় যেতে পারবেন না। হামলা হওয়ার সম্ভাবনা বেশি। তখন আমি তাদের কথা মেনে নিলাম, আমি এলাকায় যাব না। আমার মাকে যখন এই কথা বলা হলো, মা তখন বলেছিল, কাদেরনগর আমার বাড়ি, আমার বাড়ি থেকে আমাকে কে বাইরে রাখতে পারে আমি দেখতে চাই। আমার মা এখানে চলে আসল, এসে দেখল গাড়িতে আগুন দেওয়া হয়েছে। খেজুর দিয়ে ইফতার করল। তখন এলাকাবাসী যারা ছিল, তাদের আশ্বস্ত করল- সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার রাঙ্গুনিয়া ছেড়ে কোথাও যাবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম