Logo
Logo
×

রাজনীতি

আমরা কোনো দলাদলি, মারামারি করি না: শিবির সেক্রেটারি

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:৪২ পিএম

আমরা কোনো দলাদলি, মারামারি করি না: শিবির সেক্রেটারি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি বলেছেন, শিবির নিজের ঘাম-শ্রম দিয়ে কালেকশন করে ইফতারের আয়োজন করে। এসব আমাদের নিত্যদিনের প্রোগ্রাম। আমরা কোনো দলাদলি, মারামারি করি না বরং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্টিভ কাজ করি।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় মসজিদের এক গণইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতারের আয়োজন করে চবি ছাত্রশিবিরের দাওয়া সংগঠন ‘মিনার’। 

শিবির সেক্রেটারি আরও বলেন, পলিটিক্স আমাদের শুধুমাত্র একটি পাঠ, আমরা একজন শিক্ষার্থীকে নৈতিকতা, জ্ঞান, সততা এবং দেশপ্রেমিক করে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে নিয়জিত করি।

ইফতারের আয়োজনে দারসুল কুরআন পেশ করেন চবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। এতে শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চবি ছাত্রশিবির প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত গণইফতার কর্মসূচি ঘোষণা করেছে। প্রতিদিন ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও ছাত্রীদের জন্য ছাত্রীহলে ইফতারের আয়োজন করছে সংগঠনটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম