
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম
সালাহউদ্দিনকে নতুন দায়িত্ব দিল বিএনপি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১১:৪০ পিএম

আরও পড়ুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে সালাহউদ্দিন খানকে (কৃষক দলের সাবেক নির্বাহী কমিটির সদস্য) অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি খুন, গুম ও মামলা তথ্য সংরক্ষণের জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে
সংযুক্ত করা হয়েছে।
সোমবার রাতে দলটির মহসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের
নির্দেশে সালাহউদ্দিন খানকে নির্বাহী সদস্য পদে অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে তিনি
পাবনার সাঁথিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।
বিএনপির আদর্শ ও সব কর্মকাণ্ডে সঠিকভাবে
দায়িত্ব পালনে অবিচল থাকার
অনুরোধ জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।