Logo
Logo
×

রাজনীতি

নারীদের চাকরি ও সন্তান পালনের সুযোগ তৈরিতে মির্জা গালিবের ৩ পরামর্শ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১১:০৫ এএম

নারীদের চাকরি ও সন্তান পালনের সুযোগ তৈরিতে মির্জা গালিবের ৩ পরামর্শ

ফাইল ছবি

মেয়েদের শিক্ষা, চাকরি ও সন্তান লালন-পালনে আমাদের সমাজে প্রচলিত দুই মডেলের কোনোটাই এখনকার সময়ের জন্য গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তরুণদের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মির্জা গালিব বলেন, আমাদের দেশের মেয়েদের চাকরি আর সন্তান পালন দুইটা একটা আরেকটার সঙ্গে কনফ্লিক্ট করে। ট্র্যাডিশনাল সমাধান হলো- মেয়েরা সংসারে সন্তান পালন করবে, শিক্ষা ও চাকরির দরকার নাই। বিপরীতে আধুনিক সমাধান হলো- মেয়েরা পড়াশোনা করবে, চাকরি করবে- এইটাই মূল কাজ। সন্তান পালন গৌণ। এই দুই মডেলের কোনোটাই এখনকার সময়ের জন্য গ্রহণযোগ্য বলে মনে হয় না। 

তিনি বলেন, আমাদের এমন একটা মডেল তৈরি করতে হবে, যেখানে সংসার আর সন্তান পালনের কাজকে ক্ষতিগ্রস্ত না করে মেয়েদের শিক্ষা ও চাকরি করার সুযোগ থাকবে। এর জন্য তিনি তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে নতুন মডেল তৈরির পরামর্শ দিয়েছেন। নিচে তার পরামর্শগুলো তুলে ধরা হলো-

প্রথমত, সন্তান পালনের কাজকে সমাজে সম্মানের জায়গায় রাখা। এর অর্থনৈতিক ভ্যালুকেও সম্মানের সঙ্গে স্বীকৃতি দেওয়া। 

দ্বিতীয়ত, মেয়েদের শিক্ষাকে ছেলেদের শিক্ষার সমান গুরুত্ব দেওয়া। 

তৃতীয়ত, সংসার এবং সন্তান পালনকে ঝামেলায় না ফেলে কীভাবে মেয়েরা চাকরির বাজারে আসতে পারে, নিজস্ব অর্থনৈতিক সামর্থ্য তৈরি করতে পারে তার সুযোগ তৈরি করে দেওয়া। 

সবশেষে মির্জা গালিব বলেছেন, এখানে একটা মিক্সড মডেল দরকার। মেয়েদের কেউ চাকরি করবে, কেউ করবে না। কিন্তু চাইলে যাতে করতে পারে এমন সুযোগ থাকা উচিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম