Logo
Logo
×

রাজনীতি

রাজু ভাস্কর্যে গণঅবস্থানের ২৫দিন

ধর্ষণবিরোধী আন্দোলন ফ্যাসিবাদ বিলোপের গণসংগ্রামের নতুন ফ্রন্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:১০ পিএম

ধর্ষণবিরোধী আন্দোলন ফ্যাসিবাদ বিলোপের গণসংগ্রামের নতুন ফ্রন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও দোসর রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে ২৫ দিন ধরে অবস্থান করা ছাত্র-জনতা চলমান ধর্ষণবিরোধী আন্দোলনকে সর্বাত্মক সমর্থন জানিয়েছে। 

তারা বলছেন, ধর্ষণবিরোধী আন্দোলন ফ্যাসিবাদী বিলোপে ছাত্র-জনতার সংগ্রামের নতুন ফ্রন্ট। তাই এ আন্দোলনে সর্বস্তরের জনগণকে অংশ নিতে আহ্বান জানান তারা।

রোববার গণঅবস্থান থেকে ফ্যাসিবাদী দল নিষিদ্ধ ও বিচারের দাবির পক্ষে প্রচারণা শেষে টানা আট দিনের ধারাবাহিকতায় গণইফতারের আয়োজন করা হয়। এতে অবস্থানকারী ছাত্র-জনতার পাশাপাশি রিকশাচালক, পথশিশুসহ সাধারণ পথচারী রোজাদাররাও অংশগ্রহণ করেন।

গণঅবস্থানে দেওয়া বক্তব্যে জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান বলেন, গত ১৩ ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও দোসর রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে আমাদের গণঅবস্থান কর্মসূচি চলছে। আমাদের এ আন্দোলনের মূল লক্ষ্য হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ; যা বাস্তবায়নে ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি গণহত্যা ও ধর্ষণসহ সব অপরাধের বিচার করতে হবে। তাই আমরা মনে করি, চলমান ধর্ষণবিরোধী আন্দোলন ফ্যাসিবাদী বিলোপে ছাত্র-জনতার সংগ্রামের নতুন ফ্রন্ট। আমরা এ আন্দোলনকে সমর্থন জানাই এবং এতে অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, আমরা রাজু ভাস্কর্যে টানা অবস্থান করলেও ছাত্রীরা রাজু ভাস্কর্যকে যে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করেছেন তা স্বাগত জানাচ্ছি। আমরা ছাত্রী বোনদের সঙ্গে আছি।

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল

বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই গণহত্যার বিচারসহ ফ্যাসিবাদী আমলের অসংখ্য লোমহর্ষক ধর্ষণের বিচারে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে পুরোনো অপরাধীরা এক ধরনের দায়মুক্তি ভোগ করছে; যা নতুন করে হত্যা ও সম্প্রতি আট বছরের শিশু ধর্ষণের বিভীষিকা তৈরি করেছে। এসবের অবসানে সরকারকে ফ্যাসিবাদ বিলোপের পাশাপাশি নতুন অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে।

গণঅবস্থানে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিম আহমেদ, মোহাম্মদ হিজবুল্লাহ ও তামিম আনোয়ার; বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সদস্য তাশফিকুল ইসলাম প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম