
আট বছরের সেই শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ বিচারের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি যুগ্ম সদস্যসচিব আখতার হোসেন। তিনি আরও বলেন, মাত্র ৮ বছরের শিশু। এই ছোট্ট শিশু ধর্ষণের স্বীকার হয়েছে। অপরাধীরা তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করছে। আমরা শুনেছি ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।
শনিবার রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি এসব কথা বলেন।
এর আগে ছোট্ট শিশুকে দেখতে সিএমএইচ হাসপাতালে যান এনসিপির একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন প্রমুখ।
আখতার হোসেন বলেন, ধর্ষণসহ অন্য অপরাধগুলোতে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে। ফলে যারা অপরাধী তারা অপরাধ করার সুযোগ পাচ্ছে। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে- ওই শিশুসহ যতগুলো ধর্ষণের ঘটনা ঘটছে- সেগুলোর বিচার করতে হবে। এছাড়া সারা দেশে চুরি, ছিনতাই, ডাকাতিসহ যেসব ঘটনা ঘটছে- এগুলো রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে এবং যারা এই ধরনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
এনসিপির এই নেতা বলেন, রাজনৈতিক দলের নেত্রীদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। আমরা এসব ঘটনার নিন্দা জানাই। আমাদের নারীদের নিয়ে এসব অপপ্রচারের বিরুদ্ধে আমরা আইনের সহযোগিতা নেব।
তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ যে বিচার কাঠামোর মধ্যদিয়ে যাচ্ছে- তা ব্রিটিশ আমলের। এগুলো সংস্কার করা প্রয়োজন। সরকার উদ্যোগ নিয়েছে কিন্তু সংস্কার আলোর মুখ দেখেনি।
এদিকে দেশের জনগণের প্রতি নতুন বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নারীদের হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি। রোববার সন্ধ্যায় এনপিরি সদস্যসচিব আখতার হোসেন এ আহ্বান জানান। দলটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পেজে বলা হয়েছে, সারা দেশের জনগণের প্রতি আহ্বান, নারীদের প্রতি যেকোনো হয়রানি ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং অপরাধীদের আইনের হাতে সোপর্দ করুন।
সম্পতি মাগুরায় ৮ বছরের শিশুসহ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণকারীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বিক্ষোভ হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে।