
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৭ এএম
সেই শিশুর মায়ের সঙ্গে টেলিফোনে কথা বললেন তারেক রহমান

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:০৬ পিএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন এই শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুরে পাশবিক নির্যাতনের শিকার এই শিশুর মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন তারেক রহমান। শিশুটির দ্রুত সুস্থতা কামনা করে চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারকে সহায়তার আশ্বাস দেন তিনি।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির পাশে ছিলেন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
তিনি যুগান্তরকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
নয়ন আরও বলেন, নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এ সময় তিনি শিশুটির শারীরিক খোঁজ খবর নেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সেলিমা রহমান।