Logo
Logo
×

রাজনীতি

নাহিদের এনসিপি থেকে আরও দুই নেতার পদত্যাগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৪:২১ পিএম

নাহিদের এনসিপি থেকে আরও দুই নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আরও দুই নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন—যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের। 

বৃহস্পতিবার (৬ মার্চ) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর দুজন পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে হানিফ খান সজিব লেখেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’ 

আব্দুজ জাহের তার পদত্যাগপত্রে লেখেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’

এর আগে বৃহষ্পতিবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন। 

তিনি নাগরিক পার্টির আহ্বায়ক বরাবর আবেদন করে যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেন। 

প্রসঙ্গত, আবু হানিফ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এরপর হানিফসহ নুরুল হকের গণ অধিকার পরিষদের অন্তত ২০ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম