
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:১৯ এএম
ছাত্রদল নেতাকর্মীদের তৎপরতায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১১:৫৩ পিএম

আরও পড়ুন
রাজধানীতে ছাত্রদল নেতাকর্মীদের তৎপরতায় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সামনে থেকে একটি টিভিএস এপাচি আরটিআর ১৬০ সিসি মডেলের মটর সাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের নেতাকর্মীরা ছিনতাইকারীকে ধাওয়া করে। এসময় ছিনতাইকারী মটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়।
পরবর্তী তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক সুমন এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিকের তত্ত্বাবধানে মটরসাইকেলটি উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুর রহমান। ছাত্রনেতা ফিরোজ আলম সুমন, তারেক মাহমুদ, আক্তার হোসেন, আজমাইন আহমেদ, মেহেদী হাসান, মিনহাজসহ বিভিন্ন নেতাকর্মী।