
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৪০ এএম
নির্বাচন যত দেরিতে হবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে: আমির খসরু

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম

আরও পড়ুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন যত দেরি হবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে নির্বাচিত ‘কর আইনজীবী’ নেতাদের নিয়ে শহিদ জিয়ার কবরে তিনি শ্রদ্ধা জানান।
আমির খসরু বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহি সরকার হবে, জনগণ সেই অপেক্ষায় আছে। এজন্য নির্বাচনের দ্রুততার সম্পর্কে জনগণের মনে একই প্রশ্ন জাগছে, এটা যত দেরি হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে।
নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্ভব কিনা—জানতে চাইলে খসরু বলেন, নির্বাচন তো জুন মাসের মধ্যেই সম্ভব। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে সন্দেহ কেউ প্রকাশ করছে না। এটা সরকারকে বলতে হবে। সরকারের রাজনৈতিক ইচ্ছা থাকতে হবে। বাংলাদেশের জনগণ ছাড়াও দেশের বাইরে এবং দেশের মধ্যে যারা স্টেকহোল্ডার আছে, যারা সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে, কারণ তাদের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের অধীনে হলে তাদের সাময়িক, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারবে।