Logo
Logo
×

রাজনীতি

এ দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হবে না: পিন্টু

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

এ দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হবে না: পিন্টু

এ দেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হবে না। বাংলাদেশের মালিক জনগণ। জনগণের ভোটেই নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করবেন।

টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে আর মিথ্যা মামলায় এবং  আয়নাঘরে নির্যাতনের সুযোগ দেওয়া হবে না। এ সময়ে তিনি কারাগারে তার নির্যাতনের বর্ণনা দেন। তিনি বলেন, এলাকাবাসীর সঙ্গে আবার আমার দেখা হবে- এটি আমি কল্পনা করি নাই। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আপনাদের মাঝে ফিরে এসেছি। 

ভূঞাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ  সংগঠনের আয়োজনে শুক্রবার সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি শামসুজ্জামান দুদু।

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসানুজ্জামিল শাহিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস।

আরও বক্তব্য রাখেন- মনিরুজ্জামান তরফদার মিন্টু, কামাল হোসেন খান, খন্দকার জুলহাস প্রমুখ। এ সময় জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।  

ভূঞাপুরের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে স্লোগান সহকারে ও ঢাক-ঢোল নিয়ে সমাবেশে যোগ দেয় নেতাকর্মীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম