Logo
Logo
×

রাজনীতি

তরুণরা চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়বে: হান্নান মাসউদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম

তরুণরা চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়বে: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ ও দখলদারমুক্ত বাংলাদেশ গড়বে। আগামীর বাংলাদেশে আর আগের মতো রাতে ভোট হবে না। সব দল-মত নির্বিশেষে সুখে শান্তিতে বসবাস করবে। আজ যেভাবে রাজনৈতিক দলগুলো এখানে এসেছে, আগামী দিনে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে সব দল মিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। এটা দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি।

শুক্রবার বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ হবে। ৭১- এর সময় আমাদের মা-বোনরা জীবন দিয়েছিল। কিন্ত ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত দুঃশাসন চালিয়েছে শেখ মুজিব। আমরা শেখ মুজিবের শেষ পরিণতি দেখেছি। এরপর স্বৈরশাসক শেখ হাসিনা ১৭ বছর এ দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। হাসিনার হিংসাত্মক মনোভাবে বহু নিরীহ মানুষ মারা গেছে। আগামীর বাংলাদেশে আর এমন হবে না।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জুলাই আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং নিজ নিজ ধর্মমতে তাদের জন্য দোয়া করা হয়।

এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে সমাবেশস্থলে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। এছাড়া ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-জনতায় কানায় কানায় পূর্ণ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম