Logo
Logo
×

রাজনীতি

‘জাতীয় নাগরিক পার্টির’ সমাবেশস্থলেই জুমার নামাজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম

‘জাতীয় নাগরিক পার্টির’ সমাবেশস্থলেই জুমার নামাজ

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ শুক্রবার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। তারুণ্য নির্ভর নতুন এ রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। নতুন দল ঘোষণার অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন ছাত্র-জনতা।

তাদের অনেককে সমাবেশস্থলে জুমার নামাজ পড়তে দেখা গেছে। শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে জাতীয় নাগরিক কমিটির এক নেতা নামাজের ইমামতি করেন।

এ সময় উপস্থিত ছাত্র-জনতা ও সমাবেশে আসা অতিথিরা নামাজে অংশ নেন।

দলটির আত্মপ্রকাশ ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শেষ। শুক্রবার বিকাল ৩টায় নতুন দলটি আত্মপ্রকাশ করবে। সারা দেশ থেকে নেতাকর্মী এ অনুষ্ঠানে যোগ দেবে বলে জানা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম