Logo
Logo
×

রাজনীতি

বিতর্কিত পোস্ট সরিয়ে নিলেন জয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

বিতর্কিত পোস্ট সরিয়ে নিলেন জয়

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপতথ্যের জনক’ বলে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে তাকে (প্রেস সচিব) নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে পালটা পোস্টে তিনি এমন মন্তব্য করেন। তবে পোস্টটি সরিয়ে নিয়েছেন জয়।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় দাবি করেন-অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং প্রেস সচিব শফিকুল আলমের ‘ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফরম বাইন্যান্স অ্যাকাউন্ট (অনলাইনে লেনদেন)’ রয়েছে। হিসাবগুলোর লেনদেনের স্ক্রিনশটও তিনি প্রকাশ করেন। তবে জয়ের পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে প্রেস সচিব শফিকুল তাকে (জয়) ‘অপতথ্যের জনক’ আখ্যা দেন।

শফিকুল আলম আরও লেখেন, ‘অপতথ্যের জনক ও ডিজিটাল লুটের মাস্টার আমার সম্পর্কে সম্পূর্ণ ভুয়া ও মনগড়া খবর ছড়াচ্ছেন। আমাদের জানামতে, এই ওয়েবসাইটটি ভুয়া সংবাদ প্রকাশকারীদের মধ্যে একটি।’ তিনি আরও লেখেন, ‘আমি আগেই আমার সম্পদের হিসাব প্রকাশ করেছি। আমার কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নেই। শুধু একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আমার বিরুদ্ধে কিছু খুঁজে পেলে খুশি হব।’

এরপর নিজের পোস্ট সরিয়ে ফেলেন সজীব ওয়াজেদ জয়। পরবর্তী সময়ে শফিকুল আলম আরেকটি পোস্টে জানিয়ে দেন, জয় আবারও ভুয়া খবর শেয়ার করেছেন। পরে তা সরিয়ে নিয়েছেন। প্রেস সচিব লেখেন, তথ্য বাবা ঘুম থেকে উঠে আমার সঙ্গে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সম্পর্কে একটি ভুয়া খবর শেয়ার করেন। কয়েক ঘণ্টা পর সেটি সরিয়ে ফেলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম