Logo
Logo
×

রাজনীতি

‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০ এএম

‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ আজ

জনমানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ শুক্রবার আত্মপ্রকাশ করছে তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা এতে নেতৃত্বে থাকবেন। বিকাল ৩টায় মানিক মিয়া এভিনিউতে দলটি আত্মপ্রকাশ করবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাখো মানুষ জমায়েত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।

১৫১ সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসাবে থাকছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন। তরুণদের নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ ইংরেজিতে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’। সংক্ষেপে এনসিপি। 

নতুন দলের আহ্বায়ক কমিটির শীর্ষ আট পদের নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে থাকবেন আব্দুল হান্নান মাসউদ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকবেন ডা. তাসনিম জারা। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের সূত্রে এসব তথ্য জানা যায়।

জুলাই আন্দোলনে নেতৃত্বে দেওয়া তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সারা দেশ থেকে আগত কর্মী-সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সরকারের সাবেক আমলা, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা। এছাড়া আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসীদের প্রতিনিধি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করা নানা শ্রেণি-পেশার নির্যাতিত মানুষ ছাত্র-জনতা অনুষ্ঠানে অংশ নেবেন। ইতোমধ্যেই তাদের নতুন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। 

‘জুলাই স্পিরিট’ সামনে রেখে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই নতুন এ রাজনৈতিক দলের ঘোষণা দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বার্তা দেবেন অধিকার ও মর্যাদাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রগঠনের। এছাড়া হত্যা, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতে কাজ করার প্রতিশ্রুতি দেবেন তারা। দেশের সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অংশ নেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে।  

প্রথম পর্যায়ে তরুণ ছাত্রনেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এদিন দলের পক্ষ থেকে ১৫১ সদস্যের কমিটি ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প্ল্যাটফর্মের ৫০ শতাংশ করে নেতাদের দলের আহ্বায়ক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে ভূমিকা রাখায় বাইরে থেকে স্থান পাবেন অনেকে। কোর কমিটি হতে পারে ২৪ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে নেতৃত্ব নিয়ে গঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। দলে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সেক্টরের জনপ্রিয়রা স্থান পাচ্ছেন বলে জানা গেছে। নতুন দলে শীর্ষ দুই পদ ছাড়া অন্যান্য পদে উল্লেখযোগ্য সংখ্যায় নারী নেতৃত্ব থাকছেন। সেলিব্রিটি নারীরাও নতুন কমিটিতে স্থান পাচ্ছেন। কেন্দ্রীয় কমিটিতে সব ধর্ম, জাতি, গোষ্ঠীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ইওতামধ্যেই নিজেদের মধ্যে আলাপ-আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে নতুন এ দলের নেতৃত্ব চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন দলের জায়গা পেতে শুরু থেকে আলোচনায় ছিলেন শিবিরের সাবেক নেতারা। তবে শেষ পর্যন্ত তারা নিজেরাই নতুন দল গঠনের প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। আগত ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন মেডিকেল টিম। নারীদের জন্য থাকবে আলাদা বসার ব্যবস্থা। সারা দেশ থেকে আগত লাখো কর্মী-সমর্থক বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে না পারে-সেজন্য কঠোর অবস্থানে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে গত জুলাইয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সরকারের দমন, নিপীড়ন ও নির্যাতন উপেক্ষা করে রাজপথ দখলে রাখেন তারা। আন্দোলনে ছাত্র-জনতার লাশ ও রক্তের বিনিময় ঘটে গণ-অভ্যুত্থান। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 

প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ : নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানায় জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন দলের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে আব্দুল হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম ও সাইফ মোস্তাফিজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানোর পর যমুনার বাইরে এসে হান্নান মাসুদ বলেন, প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, সব রাজনৈতিক দল মিলেমিশেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। সবাই একসঙ্গে যেন দেশের জন্য কাজ করতে পারে তিনি সেই পরিবেশ উপহার দেবেন।

খালেদা জিয়াকে আমন্ত্রণ : নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবনের এলডি হলে দলের বর্ধিত সভাস্থলে আসেন পার্টির তিন সদস্যের প্রতিনিধিদল। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ দলের শীর্ষ নেতাদের দাওয়াত দেওয়া হয়। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের আমন্ত্রণপত্র গ্রহণ করেন। এছাড়াও জামায়াত, নাগরিক ঐক্য, সিপিবি, এবিপার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ মোট ২৮টি রাজনৈতিক দলকে তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম