Logo
Logo
×

রাজনীতি

শিক্ষার্থীদের ওপর হামলা: গণতান্ত্রিক ছাত্র সংসদের দুঃখ প্রকাশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম

শিক্ষার্থীদের ওপর হামলা: গণতান্ত্রিক ছাত্র সংসদের দুঃখ প্রকাশ

ছবি: যুগান্তর

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।

বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেন তিনি।

মজুমদার বলেন, ‘গতকাল মধুর ক্যান্টিনে ছাত্র সংগঠনের ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছিল। সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কোনোভাবে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হোক আমরা চাই না।’

মজুমদার দাবি করেন বিশেষ করে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। কমিটি ঘোষণার আগেই এ পরিস্থিতি করা হয়। দুঃখজনক হলেও সত্য কালকে সেটি (কমিটি) আমরা প্রকাশ করতে পারিনি। এখানে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, মানুষের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে সেই লক্ষ্যে আমাদের ছাত্র সংগঠন কাজ করবে।

তিনি জানান, সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতামত, আলোচনার ভিত্তিতে কমিটি করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোসহ দেশের কোনো ক্যাম্পাসেই লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন চায় না।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নেই এ ছাত্র সংগঠনটি কখনোই লেজুড়বৃত্তি করবে না। একইসঙ্গে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ের কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব বাছাই করবে।

সংগঠনের ছাত্র নেতাদের বয়স সম্পর্কে তিনি বলেন, অনেক ছাত্র সংগঠনে বয়স নিয়ে প্রশ্ন আছে, অছাত্র হয়েও তারা সংগঠন করে। সেগুলো বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেই। আমাদের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স ২৮ বছর হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখার কমিটিতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তির সময় থেকে শুরু করে সর্বোচ্চ সাত বছরের মধ্যে নেতৃত্বে আসবেন বলে জানিয়েছেন মজুমদার।

পরে তিনি কমিটির নামের তালিকা ঘোষণা করেন। সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নামও ঘোষণা করেন তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম