Logo
Logo
×

রাজনীতি

অজুর বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ বুলুর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

অজুর বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ বুলুর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’- মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বুধবার বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল পেজে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে এই বক্তব্য ‘অজ্ঞানতাবশত’ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

এর আগে মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দেওয়া তার ওই বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

প্রতিপক্ষ রাজনৈতিক দল ছাড়াও খোদ বিএনপির সমর্থকরাও এই বক্তব্যের সমালোচনা করেন।

ওই সমালোচিত বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘গত দুই-তিন দিন ধরে কিছু অর্বাচীন, কিছু কথাবার্তা বলছে। তারা বলছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হবে না-কি? আমি সেসব অর্বাচীন নাবালক নেতাদের বলতে চাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান।

বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে। জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তিনি বাংলাদেশে ফিরে আসবেন।’

এই মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করে দেওয়া বিজ্ঞপ্তিতে বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘কুমিল্লা মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমার বক্তব্যের একটি জায়গায় ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’ এই কথাটি মনের অজান্তে বলে ফেলি। আমার বক্তব্যে এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভন হয়নি। আকস্মিকভাবে উচ্চারিত এ ধরনের বক্তব্যের জন্য দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে আঘাত হেনেছে। আমার এই বক্তব্যের সাথে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।

‘অজ্ঞানতাবশত: উল্লিখিত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি,’ বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম