Logo
Logo
×

রাজনীতি

জিয়া সাংস্কৃতিক সংগঠনের পরিচিতি সভা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

জিয়া সাংস্কৃতিক সংগঠনের পরিচিতি সভা

জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে সাংস্কৃতিক জগত ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জিসাসের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাবরিনা শারমিন হুসেন মিষ্টি, নারী উদ্যোক্তা হোসনে আরা নাজসহ সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেত্রী ও জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী।

অনুষ্ঠানে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাবরিনা শারমিন বলেন, আমরা আমাদের দেশের সাংস্কৃতিক জগতকে এগিয়ে নিতে সদা সর্বদা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। আমাদের সাংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশের প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান কখনো ভুলার মতো নয়। খালেদা জিয়া এ দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন আমাদের সাংস্কৃতিক অঙ্গন বিশ্বের সব দেশের কাছে পরিচিতি লাভ করে। 

এছাড়া আমাদের সাংস্কৃতিক জগতকে এগিয়ে নিতে খালেদা জিয়া সব সময় কাজ করে গেছেন। মাঝখানে স্বৈরাচার সরকারের আমলে এ সংস্কৃতিতে বড় ধরনের ভাটা পড়লেও আমাদের জিয়া সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে আমরা সেই ভাটা কাটিয়ে আবার বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ।

জিয়া সাংস্কৃতিক সংগঠনের পরিচিতি সভায় এ সংগঠনকে এগিয়ে নিতে বক্তারা নানা ধরনের পরামর্শ ও আলোচনা করে সাংস্কৃতিক ব্যক্তিদের প্রতি আহবান জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম