Logo
Logo
×

রাজনীতি

নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম

নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আজ

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা হতে যাচ্ছে আজ বুধবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে বিকাল ৩টার দিকে এ ছাত্র সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়াদের ছাত্রদের মধ্যে অন্যতম আবু বাকের মজুমদার গণমাধ্যমে পাঠানো বার্তায় জানান, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠন হতে যাচ্ছে আজ। এ উপলক্ষে ঘোষণাপত্রসহ বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে সম্পতি এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যারা জুলাইয়ের ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের অনেকেই সাধারণ ছাত্র। তাদের মধ্যে যারা রাজনীতিতে আগ্রহী তাদের জন্যই রাজনৈতিক সংগঠন করা হচ্ছে যেন তারা এই সংগঠনের মাধ্যমেই ‘ছাত্রদের সমস্যা সমাধানে গঠনমূলক ভূমিকা’ রাখতে পারেন।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম