Logo
Logo
×

রাজনীতি

৭১ ইস্যুতে মুজিব ও জিয়া প্রসঙ্গে যা বললেন ছাত্রশিবির সভাপতি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম

৭১ ইস্যুতে মুজিব ও জিয়া প্রসঙ্গে যা বললেন ছাত্রশিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একাত্তর সালের ইস্যুটা ছিল টিক্কা খান এবং ভুট্টোকে কেন্দ্র করে। তাদের সরাসরি মদদেই বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে।

তাছাড়া ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পস্ট করে বলছি, এ গণহত্যার অবশ্যই বিচার হওয়া উচিত।  সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো-তে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।  

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

শিবির সভাপতি বলেন, ‘এখন এখানে প্রশ্ন হলো যে ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাঅপরাধী ছিল তাদেরকে কে ছেড়ে দিয়েছিল? শেখ মুজিব। তাহলে ১৯৫ জন যুদ্ধাঅপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য দায়ী করতে হয় তাহলে আমি এখানে শেখ মুজিবকে দায়ী করবো এবং শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত।’

ছাত্রশিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠা হওয়ার পরও ৭১ ইস্যুর দায় তাদের ওপর চাপিয়ে দেওয়া প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, আমার দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যারা রাষ্ট্রনায়ক ছিলেন আমি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি এবং দূরদর্শিতা, দেশপ্রেম, আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান চমৎকার ছিল। তিনিই সর্বপ্রথম বাংলাদেশে পক্ষ-বিপক্ষের রাজনীতিটাকে ভ্যানিস করে একটা ইনক্লুসিভ রাজনীতি তৈরি করেছিলেন।    

শিবির সভাপতি বলেন, শাহ আজিজুর রহমান তিনি চিহ্নিত স্বাধীনতাবিরোধী ছিলেন তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন জিয়াউর রহমান। আবদুর রহমান বিশ্বাসকে তিনি রাষ্ট্রপতি করেছিলেন। মসিউর রহমান যাদু মিয়াকে করেছেন।  বিএনপির মহাসচিব মির্যা ফখরুল ইসলাম উনার বাবার বিষয়টাও আপনারা জানেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের কাছে প্রশ্ন রেখে শিবির সভাপতি বলেন, এই যে জিয়াউর রহমান এ কাজগুলো করেছেন, এখন যদি আপনি একাত্তরের দায়গুলো কাউকে না কাউকে বারবার দেন তাহলে জিয়াউর রহমানের দায়টা কি উনারা এড়াতে পারবেন? 

তিনি আরও বলেন, টিক্কা খান এবং ভুট্টোর যে বিষয়টা, তাদের গণহত্যার দায়টাকে আরেকজনের ওপর চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, এটা আমি মনে করি তারা টিক্কা খান এবং ভুট্টোর দালাল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং যারাই এই গণহত্যার দায়কে পাকিস্তানকে এভয়েড করে সেটা জামায়াত বা ইসলামী দলগুলোর ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি মনে করি তারা স্পষ্ট বাংলাদেশের টিক্কা খান এবং ভুট্টোর দালাল হিসেবেই চিহ্নি হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম