Logo
Logo
×

রাজনীতি

ভোট নিয়ে টালবাহানা করলে জনগণ বরদাশত করবে না: হাবিব-উন নবী খান

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ পিএম

ভোট নিয়ে টালবাহানা করলে জনগণ বরদাশত করবে না: হাবিব-উন নবী খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেছেন, ভোট নিয়ে টালবাহানা করলে জনগণ তা বরদাশত করবে না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। মনে হচ্ছে সরকারের ঘাড়ে জঙ্গিভূত ভর করে চেপে বসেছে। তাই বলছি ভুল করবেন না। জনগণের ম্যান্ডেট মেনে নিন। বলা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন; কিন্তু তা করার চেষ্টা করলে জনগণ কখনো মানবে না।

সোমবার বিকালে শহরের রিজার্ভবাজার শহিদ আবদুস শুক্কুর মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন নবী খান সোহেল এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে ১৬-১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই। তরুণ ভোটাররা এখনো কোনো ভোট দিতে পারেনি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। জনগণ এখন নির্বাচনের অপেক্ষায়।

সমন্বয়কদের উদ্দেশে তিনি বলেন, ২৪-এর ৫ আগস্টের পর বাচ্চা ছেলেরা অনেক কিছু বলে যাচ্ছে। আন্দোলনের কৃতিত্ব নিয়ে ওরা বলে, বিএনপি এতদিন কোথায় ছিল? কিন্তু তারা বিএনপির মূল আন্দোলন-কর্মসূচি নিয়ে বলে না। কারণ তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে বিএনপি যখন আন্দোলন-কর্মসূচি পালন করেছিল তখন তারা (সমন্বয়করা) ছাত্রলীগ করত। তারেক রহমান দিনরাত কষ্ট করে গেছেন। ফলে সবাই মিলে আমরা স্বৈরাচার ঘটাতে সফল হয়েছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনের ব্যবস্থাকে ধ্বংস করে অধিকার হারিয়েছে। তাদের নির্বাচনে দাঁড়ানোর আর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের এক গডফাদার বলতেন খেলা শুরু হয়ে গেছে। কী খেলা- অস্ত্রের খেলা। আমাদেরকে অস্ত্রশক্তির ভয় দেখাতেন। আমরা ভয় করি না। আমাদের শক্তি জনশক্তি। তাই জনশক্তির কাছে পরাজিত হয়ে তাদের লেজ গুটিয়ে পালাতে হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বলেন, শুনছি সমন্বয়করা নাকি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। তা খুবই ভালো। আমরা এতে স্বাগত জানাই; কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কোনো রাজনৈতিক দল গঠনের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। জনগণ তা কঠোরভাবে প্রতিহত করবে।

দীর্ঘ প্রায় দুই দশক পর উন্মুক্ত পরিবেশে রাঙামাটিতে বিশাল জনসভা করল জেলা বিএনপি। সমাবেশ ঘিরে নতুন উদ্যমে উজ্জীবিত হয়ে ওঠেন দলটির নেতাকর্মীরা। দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জনসভায় সকাল থেকে ঢল নামে নেতাকর্মী ও জনতার। এর আগে সর্বশেষ ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে রাঙামাটি স্টেডিয়ামে এ ধরনের সমাবেশ করেছিল জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম। এছাড়া ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতারা বক্তব্য দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম