Logo
Logo
×

রাজনীতি

বাংলাদেশে যত সংস্কার সব বিএনপির আমলে হয়েছে: আমির খসরু

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম

বাংলাদেশে যত সংস্কার সব বিএনপির আমলে হয়েছে: আমির খসরু

বাংলাদেশ সৃষ্টির পর জিয়াউর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত যত সংস্কার হয়েছে- সব বিএনপির আমলে হয়েছে এবং আগামী দিনেও যত সংস্কার হবে সেটাও বিএনপির নেতৃত্বে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে কেন্দ্রীয় কমিটি ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এর আগে বেলা ৩টা থেকে এ সমাবেশ শুরু হয়।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, গণতন্ত্রের মূলমন্ত্র। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটাই, নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনর্প্রবর্তন করা। আবার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আইন-শৃঙ্খলা ও দ্রব্যমূল্য সহিষ্ণু অবস্থায় চলে আসে। যেটা আমরা শেখ হাসিনার সময়ে দেখি নাই। কারণ শেখ হাসিনা নির্বাচিত ছিলেন না।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা গুম-খুনের শিকার হয়েছে। ৬০ থেকে ৭০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে। পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে। জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। নেতাকর্মীরা চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে।

জুলাই-আগস্টে যারা আন্দোলন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমীর খসরু আরও বলেন, ওই আন্দোলনে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। সবচেয়ে বেশি নেতাকর্মী জেলে গিয়েছে, পঙ্গু হয়েছে। তবুও এই আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের। আজকে যে সরকার আছে সেটা সবার সমর্থনপুষ্ট সরকার।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় ও জেলা বিএনপির আহ্বায়ক এমএ মান্নানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম