Logo
Logo
×

রাজনীতি

পরিস্থিতির উন্নতি করতে না পারলে পদত্যাগ করুন: ব্যারিস্টার ফুয়াদ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০ পিএম

পরিস্থিতির উন্নতি করতে না পারলে পদত্যাগ করুন: ব্যারিস্টার ফুয়াদ

গত ছয় মাসের কার্যক্রমে দেশ পরিচালনায় বর্তমান সরকারকে ব্যর্থ উল্লেখ করে পরিস্থিতির উন্নয়ন করতে না পারলে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহবান জানিয়েছেন এবি (আমার বাংলাদেশ) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার সন্ধ্যায় বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহবান জানান তিনি। 

বরিশালকে দেশের প্রকৃত মংগা পীরিত অঞ্চল হিসেবে উল্লেখ করে ফুয়াদ বলেন, এ অঞ্চলকে সবসময় অবহেলিত করে রাখা হয়েছে। গত ৫৩ বছরে দেশে কোনো সঠিক ধারার রাজনৈতিক চর্চা হয়নি। জনগণের ভাগ্যের উন্নয়নে সত্যিকার অর্থে যেসব উদ্যোগ নেওয়া দরকার ছিল তা নেয়নি কেউ।

ম্যান্ডেট সবসময় সফলতায় রূপান্তরিত হয় না উল্লেখ করে তিনি বলেন, জনগণ সত্যিকার অর্থে কী চায় তা বুঝে রাজনীতি করাটাই এখন রাজনীতিবিদদের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায়।

মতবিনিময় সভায় এবি পার্টির নেতারাসহ উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক এস এম জাকির। এর আগে স্থানীয় একটি মিলনায়তনে এবি পার্টির কর্মশালা এবং জেলা ও মহানগরের কমিটি গঠন করা হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম