Logo
Logo
×

রাজনীতি

বিদেশি ঋণের বোঝা আজকে জন্ম নেওয়া শিশুর ঘাড়েও পড়ে: ডা. শফিকুর

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম

বিদেশি ঋণের বোঝা আজকে জন্ম নেওয়া শিশুর ঘাড়েও পড়ে: ডা. শফিকুর

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিদেশ থেকে যে ঋনের টাকায় উন্নয়ন করা হয় সে ঋণের বোঝা আজকে জন্ম নেওয়া শিশুর মাথায়ও পড়ে। ১০টাকার কাজের জায়গায় ১০০ টাকার বাজেট করা হয়। সে কাজে দেরি করিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়। আবার সেই কাজে বাজেট বৃদ্ধি করে সে টাকা লুটপাট করে বিদেশে পাচার করে বেগম পাড়া বানিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সামনে স্বাধীনতা মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। 

জামায়াত আমির বলেন, এদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে মানবিক বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছরে জাতির যে প্রত্যশা ছিল, তা পূরণ হয়নি। 

জামায়াত আমির বলেন, যুদ্ধাপরাধ মামলার মিথ্যা অভিযোগে ১১ নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে । এরমধ্যে ১০জন বিদায় নিয়েছেন। ১জন যিনি বেঁচে আছেন এটিএম আজহারুল ইসলাম। তিনি ও ফ্যাসিবাদের নির্যাতনের স্বাক্ষী হয়ে কারাগারে রয়েছেন। এখনও মুক্ত করা যায়নি তাকে। এ জন্য আমি সরকারকে বলেছি, আমাকে গ্রেফতার করে কারাগারে দেওয়া হোক। তাকে কারাগারে রেখে আমি বাইরে থাকতে চাই না।

শরীয়তপুর জেলা নায়েবে আমির কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামী সহ সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ, শরীয়তপুর জেলার সাবেক আমির মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মাওলানা মুহা. আ. রব হাসেমী, শরীয়তপুর জেলার ছাত্রশিবির সভাপতি মো. সাখাওয়াত কাওসার। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম