Logo
Logo
×

রাজনীতি

জমিয়ত ও এবি পার্টির দ্বিপাক্ষিক বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

জমিয়ত ও এবি পার্টির দ্বিপাক্ষিক বৈঠক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পার্টির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে রাজধানীর পুরানা পল্টন জমিয়তের দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

জমিয়তের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, দলের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী।

বৈঠকে এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল হেলাল উদ্দিন (অব.), সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, সমাজ কল্যাণ সম্পাদক মো. আবু হেলাল, প্রচার সম্পাদক রিপন মাহমূদ।

বৈঠকে উভয় দলের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রতি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে গ্রহণযোগ্য সময়সীমার মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান।

আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃংখলা পরিস্থতির উন্নতি সাধন এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম