Logo
Logo
×

রাজনীতি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ: দুদু

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস আমাদের পিয়ারের মানুষ; কিন্তু কাজটা কী করছে? ঘরে ঘরে ডাকাতি হচ্ছে। চুরি হচ্ছে, লুট হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। যে কেউ ঘরের বাইরে গেলে সন্ধ্যার পর যদি না আসে- তাহলে মা-বোনেরা, ভাইয়েরা, পিতা-মাতা মাথায় হাত দিয়ে চিন্তায় পড়েন ছেলেটা কী ফিরে আসবে কিনা; মেয়েটা কী ফিরে আসবে কিনা? এই শঙ্কায় থাকেন সবাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যেকোনো সময়ের চেয়ে  খারাপ। 

দুদু হতাশ হয়ে বলেন, মিস্টার ইউনূস সাহেব আপনাকে আমি পছন্দ করি। আপনি বিচক্ষণ ব্যক্তি। আপনি দেশে সফল, বিদেশেও সফল। আপনাকে দেশের মানুষ চেনে, বিদেশেও চেনে। কিন্তু ছয় মাসের নমুনা খারাপ। আপনার সরকারের খাতায় লবডঙ্কা ছাড়া আর কিছুই নেই। কিছুই করতে পারেননি। একটা মানুষকেও চাকরি দিতে পারেননি। সিন্ডিকেট কথা শুনি। বাজার সিন্ডিকেট। হাসিনার আমলে যেটা ছিল এখনো সেটা আছে। কোনো কোনো ক্ষেত্রে আরও শক্ত হয়েছে।

রোববার দুপুর ২টায় ঠাকুরগাঁওয়ের সাধারণ পাঠাগার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে শামসুজ্জামান দুদু দুঃখ করে বলেন, ৬ মাস হয়ে গেল। চাল ডাল তেলের দাম কমাতে পারেননি। গরিব মানুষের ইনকাম কমে গেছে। তারা আর কুলাতে পারে না। কাজের সন্ধান করে কাজ পাচ্ছে না। লাখ লাখ মানুষ বেকার।

শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে। যত প্রাণ দিতে হয় সব দেবে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। নির্বাচন এখন আমরা চাচ্ছি না। ১৭ বছর ধরে একটা ভালো নির্বাচন চাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় দল, সম্ভাবনার দল, সব থেকে ত্যাগী দল এবং সব থেকে চ্যালেঞ্জের নেওয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব জানে।

শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শেখ পরিবারের উদ্দেশ্যে ১৭ বছর ধরে বলছি আর বলতে ইচ্ছা করে না। হাসিনার বাপ চোর, ভাই চোর, ছেলেমেয়ে সবাই চোর। দেশের সম্পদ আর এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংক থেকে এ পরিবার চুরি করেনি।

শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত তদন্ত চলবে এবং তাদের বিচার হবে।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপির সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, জেট মুর্তজা চৌধুরী তুলা, সহ-সভাপতি নুর করিম, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের  নেতারা।

সমাবেশে বক্তারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম