Logo
Logo
×

রাজনীতি

জামায়াতের প্রথম নারী সম্মেলনে যা বললেন নায়েবে আমির

Icon

চৌদ্দগ্রাম দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম

জামায়াতের প্রথম নারী সম্মেলনে যা বললেন নায়েবে আমির

নারীদের উদ্দেশ্যে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বিগত ১৫ বছর শেখ হাসিনা একটি জুলুমবাজ সরকার হিসেবে দেশ পরিচালনা করে এসেছেন। তার নেতাকর্মীদের অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে। মা হারিয়েছে সন্তান, বোন হারিয়েছে ভাইকে আর স্ত্রী হারিয়েছে স্বামী। আল্লাহর অশেষ রহমতে এ জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। 

শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

৫ আগস্টের পর প্রকাশ্যে জামায়াত ও ছাত্রশিবিরের একাধিক সমাবেশ অনুষ্ঠিত হলেও নারীদের নিয়ে এই প্রথমবারের মতো সম্মেলন করে দলটি। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। 

তিনি বলেন, আমি যখন এই আসনের সংসদ সদস্য ছিলাম তখন চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। চৌদ্দগ্রাম ছিলো একটি শান্তির বাগান। ছিলো না কোনো অস্ত্রের ঝনঝনানি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চৌদ্দগ্রামে ত্রাশের রাজত্ব কায়েম করেছে। 

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে যেন জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করতে পারে। সেজন্য আপনারা আমাদের মা বোনদের কাছে গিয়ে জামায়াতে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নারী বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজতৈনিত ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারি শাহিনা আক্তার, অঞ্চল সহকারী ফেরদৌসি সুলতানা ও শাহিন আক্তার প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম