Logo
Logo
×

রাজনীতি

সফল অভ্যুত্থানের ফলেই দেশবাসী প্রাণভরে শ্বাস নিতে পারছেন: জিকে গউছ

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৮ পিএম

সফল অভ্যুত্থানের ফলেই দেশবাসী প্রাণভরে শ্বাস নিতে পারছেন: জিকে গউছ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে গোটা দেশ বন্দি ছিল। গণতন্ত্রের লেবাসে এদেশের গণতন্ত্র হরণ করে সব মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে দেশব্যাপী মানুষ আজ প্রাণভরে নিঃশ্বাস নিতে পারছেন। 

শুক্রবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার সুজানগরে খেলোয়াড় কল্যাণ সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীরকে সতেজ রাখার উত্তম ব্যবস্থা। 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় বরমচাল ফুটবল একাদশ কুলাউড়া ২-০ গোলে সোপাতলা ফুটবল একাদশ বিয়ানীবাজাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।  

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শওকত হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুবেল আহমদ ও লিমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু, জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজু, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টের উপদেষ্টা নছিব আলী, ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম প্রমুখ।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম