Logo
Logo
×

রাজনীতি

৩৬ বছর পর ইশ্বরদীতে ছাত্রদলের কাউন্সিল, সভাপতি সুপর্ণা, সম্পাদক মরিয়ম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম

৩৬ বছর পর ইশ্বরদীতে ছাত্রদলের কাউন্সিল, সভাপতি সুপর্ণা, সম্পাদক মরিয়ম

ছবি: যুগান্তর

উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।  এই কাউন্সিলে নেতা নির্বাচনে কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী মিলে সর্বমোট ৯৬ জন অংশ নেন।

বুধবার সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট টেবিলে দলের নেতাকর্মীরা বসে টোকেন বিতরণ করেছেন ভোটারদের মাঝে। ভোটাররা নাম বলে সংগ্রহ করেছেন সেসব টোকেন। কলেজের মুক্তমঞ্চের পাশেই স্থাপন করা হয় নারী শিক্ষার্থীদের জন্য বুথ।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে কলেজে উপস্থিত হন পাবনা-কুষ্টিয়া-মেহেরপুরের টিম লিডার কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসম্পাদক রাজীব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি রেহানা আক্তার শিরিন, যুগ্ম সম্পাদক নাসরিন রহমান পপি, সহসাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা। তারা মঞ্চ প্রাঙ্গণে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন।

নেতা নির্বাচনের এই প্রক্রিয়া সম্পর্কে ডা. আউয়াল বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল হয়েছে। প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য ফরম পূরণকারীদের মধ্য থেকেই ভোটার করা হয়েছে। তারাই নির্ধারণ করবে তাদের নেতা কেমন হবে। বৈষম্যবিরোধী ও গুপ্ত সংগঠনের ভাইদেরকে আহ্বান জানাচ্ছি ঈশ্বরদী মহিলা কলেজের এই ঐতিহাসিক কাউন্সিল অবলোকন করার জন্য।’

বিকাল তিনটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ছাত্রদল সহসভাপতি ডা. আউয়াল। ৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সুপর্ণা রায় ও ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মরিয়ম খাতুন।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক শাহ পরান, চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুঁই ও গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ছাত্রদল নেতা সুলতান মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন ও দপ্তর সম্পাদক সংগ্রাম তালুকদা প্রমুখ।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম