Logo
Logo
×

রাজনীতি

জামায়াতের বিক্ষোভ সমাবেশ

এটিএম আজহারুলের মুক্তি এবং দলের নিবন্ধন পুনর্বহাল দাবি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ এএম

এটিএম আজহারুলের মুক্তি এবং দলের নিবন্ধন পুনর্বহাল দাবি

ছবি: যুগান্তর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড মওকুফ করে অবিলম্বে মুক্তি এবং দলের নিবন্ধন পুনর্বহাল দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী মঙ্গলবার এসব কর্মসূচি পালন করে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : 

লক্ষ্ণীপুরে বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। বক্তব্য দেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির নজির আহমেদ, এআর হাফিজ উল্যাহ, সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান।

ফরিদপুরে জেলা জামায়াতের আমির মাওলানা বদরউদ্দিনের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য দেলোয়ার হোসাইন, অধ্যাপক আবদুত তাওয়াব, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল ওয়াহাব, জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, আবু হারিস মোল্লা, শহর শাখার আমির মো. জসিমউদ্দিন।

নোয়াখালীতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম। তিনি বলেন, গত ১৬ বছর এ দেশ একটি বৃহৎ কারাগারে পরিণত হয়েছিল। জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাঈয়েদ আহমদের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি তাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন। 

গাইবান্ধায় জেলা আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার। বক্তব্য দেন জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান।

কুড়িগ্রামে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম শাখার সভাপতি ইয়াছিন আলী সরকার, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ মিয়া, জেলা শিবিরের সভাপতি মো. মুকুল হোসেন।

বগুড়ায় সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী। বক্তব্য দেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ।

নীলফামারীতে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলামের পরিচালনায় সমাবেশ হয়েছে। বক্তব্য দেন সাবেক জেলা আমির আব্দুর রশীদ, জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ ওবায়দুল্লাহ্ সালাফী, সৈয়দপুর উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিম প্রমুখ।

পাবনায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খানের পরিচালনায় সমাবেশ হয়েছে। বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল হাফেজ মো. ইকবাল হোসাইন, সাবেক আমির মাওলানা আব্দুর রহিম, বগুড়া অঞ্চল পরিচালক টিমের সদস্য নজরুল ইসলাম।

ফেনীতে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমির একেএম শামছুদ্দিন, জেলা আমীর মাওলানা আবদুল হান্নান, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম।

নাটোরে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা পেশাজীবীর সভাপতি অধ্যাপক মো. সাইদুর রহমান।

রাঙামাটিতে সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির আবদুল আলীম, নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মো. মনছুরুল হক, পৌর শাখার আমির মো. মাইনুদ্দিন।

ঝিনাইদহে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর, সেক্রেটারি আব্দুল আওয়াল, ছাত্রশিবির জেলা সভাপতি মনিরুল ইসলাম, শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজু।

কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন।

রংপুরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, শিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা।

নওগাঁয় জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম