এটিএম আজহারুলের মুক্তি ও নিবন্ধন পুনর্বহালের দাবি
গাজীপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৭ এএম
-67b4ceaee3c75.jpg)
ছবি: যুগান্তর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ও জেলা জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকেই মহানগরের শিববাড়ি মোড়ে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। মুহূর্তেই পুরো এলাকা মিছিলের নগরীতে রূপ নেয়।
সমাবেশের সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, গণতন্ত্র মানে মতপ্রকাশের স্বাধীনতা। ইসলামপন্থিদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। এটিএম আজহারুলকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর ডিবি অফিসের ভেতরে পুলিশ অফিসার মেহেদী নির্মম নির্যাতন করে তার চেহারা বিকৃত করে দেয়। নির্যাতিত নিষ্পেষিত হয়ে তিনি কারাগারে জীবনযাপন করছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই-এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ আবুল হাশেম খান, গাজীপুর জেলা আমির ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ খায়রুল হাসান, জেলা নায়েবে আমির মওলানা সেফাউল হক, মহানগর নায়েবে আমির মুহাম্মদ হোসেন আলী, মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ আফজাল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ আনিসুর রহমান বিশ্বাস, মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ আজহারুল ইসলাম মোল্লা, জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ সালাহ উদ্দিন আইয়ুবী, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদুল্লাহ, মহানগর ছাত্র শিবির সভাপতি মুহাম্মদ রেজাউল ইসলাম, জেলা সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরাফাত, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভিপি মুহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শফিউদ্দিন এবং মহানগর সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক।