Logo
Logo
×

রাজনীতি

নবনিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

নবনিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ

ঢাকায় নবনিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মোহম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকাস্থ মালেয়েশিয়ান হাইকমিশন কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আভ্যন্তরীণ নির্বাচন কমিটির প্রধান ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন, বিচার এবং সংসদ বিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার সানি আবদুল হক।

হাইকমিশনার মোহম্মদ উসমান এবি পার্টি নেতাদের কাছ থেকে গবেষণাভিত্তিক নীতি প্রণয়ন ও সমস্যা সমাধানের রাজনৈতিক কর্মকৌশলের বিষয়ে বিস্তারিতভাবে অবগত হন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচলিত পরিবারতান্ত্রিক রাজনীতির পরিবর্তে নতুন প্রজন্মের অন্তর্ভূক্তিমূলক গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে এবি পার্টিসহ ছাত্র-তরুণদের ভূমিকা, মালয়েশীয় জোটবদ্ধ নির্বাচনী সংস্কৃতি ও প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের আসন্ন নির্বাচনী হালচালসহ তুলনামূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পায়।

এ সময় বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার খোলার বিষয়ে পুনর্বিবেচনার অনুরোধ করেন এবি পার্টির নেতারা।

মোহাম্মদ ওসমান এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশের পাশাপাশি শিক্ষাবৃত্তি, আন্তর্জাতিক মানসম্পন্ন মেডিকেল ট্যুরিজম, রোহিঙ্গা সমস‍্যা সমাধানসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন।

আলোচনায় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সিলর মোহাম্মদ আসজুয়ান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম