Logo
Logo
×

রাজনীতি

ইসলামের পথে জনগণকে সুসংগঠিত করতে হবে: সেলিম উদ্দিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম

ইসলামের পথে জনগণকে সুসংগঠিত করতে হবে: সেলিম উদ্দিন

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, দেশের সিংহ মানুষ সাহসের সঙ্গে সংগঠিত হয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে হবে। ইসলামের পথে জনগণকে সুসংগঠিত করতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর কল্যাণপুরে একটি মিলনায়তনে এ কথা বলেন তিনি।  

দেশের চিকিৎসকদের নিয়ে পেশাভিত্তিক সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলেন, ইসলামের যে বিধান আছে সেই বিধান জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ইসলামের পথে জনগণকে সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সম্প্রতি গণঅভ্যুত্থান গোটা বিশ্বে কয়েকটি গণঅভ্যুত্থান থেকেও আলাদা। বিশ্বে যত গণঅভ্যুত্থান হয়েছে তার মধ্যে এবারের ছাত্র জনতার আন্দোলন অন্যতম।

এ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে জামায়াতের কর্মীদের আরও কাজ করার আহবান জানান সেলিম উদ্দিন।

এনডিএফ এর ইউনিট দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানা আমির ডা. এসএম খালিদুজ্জামান।

তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে দ্বীন কায়েমে অগ্রণী ভূমিকা রাখতে হবে চিকিৎসকদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঢাকা মহানগরের উত্তরে নায়েবে আমির আব্দুর রহমান মুসা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম