
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ এএম
ঠাকুরগাঁওয়ের ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
মির্জা ফখরুলের আসনে ‘প্রার্থী হলেন’ ছাত্র শিবিরের সাবেক সভাপতি

এটিএম সামসুজ্জোহা, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম

আরও পড়ুন
জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন। ঠাকুরগাঁও-২ আসনে কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান লড়বেন।
শনিবার ওই তিন প্রার্থী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, প্রার্থীরা দল গোছানোর পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি
নিচ্ছেন। নিজ নিজ নির্বাচনি এলাকায় করছেন গণসংযোগ।
জামায়াতের নেতারা বলছেন, আওয়ামী লীগের অধীনে তিনটি সংসদ
নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী
সরকারের অধীনে। এ নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তাদের বিশ্বাস।
সেজন্য তারা এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।