Logo
Logo
×

রাজনীতি

‘দাহকাল’ উপন্যাসের মোড়ক উন্মোচনে ব্যারিস্টার ফুয়াদ

রাজনৈতিক দলগুলো লাশ নিয়ে ব্যবসা করে, হিরো বানায় না

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম

রাজনৈতিক দলগুলো লাশ নিয়ে ব্যবসা করে, হিরো বানায় না

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে তোহ্ফাতুর রাব্বি পিয়ালের লেখা রাজনৈতিক উপন্যাস ‘দাহকাল’ এর মোড়ক উন্মোচন। দাহকাল উপন্যাসের বিষয়বস্তু বিগত স্বৈরাচার সরকারের নানাবিধ অত্যাচার। বিশেষ করে গুম হওয়া ব্যক্তির উপর নির্মম অত্যাচার এবং গুম হওয়া ব্যক্তির পরিবারের সুদীর্ঘ সংগ্রামের কাহিনী ফুটে উঠেছে উপন্যাসটিতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ‘মায়ের ডাক’ সংগঠনের সংগঠক সানজিদা ইসলাম তুলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, অধ্যাপক ড. মুহাম্মদ তানজিম উদ্দিন খান, সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছাত্তার মোল্লা, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়াসহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিগত সময়ে হত্যা এবং গুমের স্বীকার অনেক ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। 

এসময় ব্যারিস্টার আসাদ্দুজ্জামান ফুয়াদ বলেন, তরুণদের দায়িত্ব হচ্ছে নতুন রক্তের লড়াইয়ের কাব্য-উপাখ্যান তৈরি করা। তিনি আরো বলেন, জন্ম থেকে চোখে না দেখলেও ‘দাহকাল’ এর লেখক পিয়াল মনের চোখ দিয়ে গভীরভাবে দেশকে দেখে ও ভালবাসে। তিনি আরো যোগ করেন যে, কাকতালীয়ভাবে গতকালকে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন ও অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের তিনটি আয়নাঘর পরিদর্শনেরই চিত্র লেখকের ভাবনার প্রতিফলন বটে।

অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, দাহকালের লেখক পিয়াল তার দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে সবার অনুপ্রেরণা হয়েছেন। তিনি আরো বলেন, ২৪ এর ইতিহাস ধরে রাখতে ‘দাহকাল’ এর মতো লেখা আরও প্রয়োজন।

গুম-হত্যা নিয়ে কাজ করা ‘মায়ের ডাক’ এর সংগঠক সানজিদা ইসলাম তুলি এসময়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তার বড় ভাইয়ের গুম হওয়ার ঘটনার সাথে ‘দাহকাল’ উপন্যাসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন বলে অনুভূতি ব্যক্ত করেছেন।

উপস্থিত সকলেই ‘দাহকাল’ উপন্যাসের বিপুল প্রচার এবং সাফল্য প্রত্যাশা করেছেন। সন্ধ্যা ৭.০০ টায় সকলের উপস্থিতিতে ‘দাহকাল’ উপন্যাসের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।

উল্লেখ্য যে, চন্দ্রবিন্দু প্রকাশনা থেকে প্রকাশিত দাহকাল উপন্যাসটি এবারের অমর একুশে বইমেলায় ৭০১-৭০২ স্টলে এবং চট্টগ্রাম বইমেলায় ৬১-৬২ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম