Logo
Logo
×

রাজনীতি

ঐক্যবদ্ধ ছাড়া কোনো মুক্তির পথ নেই: দুদু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৮ এএম

ঐক্যবদ্ধ ছাড়া কোনো মুক্তির পথ নেই: দুদু

ঐক্যবদ্ধ ছাড়া মুক্তির কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আয়োজক সংগঠনের মহাসচিব হুমায়ূন কবির বেপারীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করছে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, দেশ থেকে লাখ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচারের দাবিতে। আর জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি কর্মসূচি দিয়েছে, প্রয়োজন পড়লে তারা রাজপথে নামবে, মানুষকে ঐক্যবদ্ধ করবে। কারণ ঐক্যবদ্ধ ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই।

তিনি বলেন, অনেকেই নির্বাচনের বিরোধিতা করছে। বিএনপির নামে অপবাদ দিচ্ছে, অপপ্রচার চালাচ্ছে। তবে বিএনপি এদেশের মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিতে চায়। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ধ্বংস করতে চায়। দেশের জনগণের জন্য কাজ করতে চায়।

নির্বাচন বাধাকারীদের উদ্দেশে দুদু বলেন, যারা নির্বাচন এর বাধা দিচ্ছে তারা তো অনেক বড় নেতা। অনেক বড় আন্দোলনকারী নির্বাচন দিলে তো আপনারা জয়ী হওয়ার কথা। নির্বাচন দিলে সমস্যা কোথায়? আমি  ব্যক্তিগতভাবে একটা কথা বলি আগামী নির্বাচনে বিএনপি তো জিতবেই। তারপরের নির্বাচনও বিএনপি জিতবে। কেন জিতবে? কারণ বিএনপি জনগণের মধ্যে থাকতে চায়।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশে তিনি আরও বলেন, উদ্দেশ্য সৎ থাকলে বিএনপির ৩১ দফা পড়তেন। তা না করে শুধু সংস্কার সংস্কার করেন। একজন শুধু উন্নয়ন উন্নয়ন করেছেন। আর আপনারা শুধু সংস্কার সংস্কার করছেন। এগুলো বাদ দিতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম