বিএনপির ভাইস-চেয়ারম্যান শাজাহানের শারীরিক অবস্থার উন্নতি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম
ফাইল ছবি।
ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাজাহানের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তাকে শুক্রবার সকালে আইসিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আমজাদ চৌধুরী শাহাদাত জানান, আল্লাহর অশেষ রহমতে আজ শুক্রবার সকালে শাজাহানের ভেন্টিলেশন সাপোর্ট খুলে দিয়েছে। কিন্তু হাইপ্লো অক্সিজেন দেওয়া হচ্ছে। আল্লাহ সহায় থাকলে চিকিৎসকরা আশা করছেন আগামী রোববার তাকে কেবিনে স্থানান্তর করবে। শাজাহানের পরিবার দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান শাহাদাত।
গত ২৩ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে অস্ত্র পাচারের মাধ্যমে তার হৃদপিন্ডে দুটি বাল্ব প্রতিস্থাপন করা হয়। সিসিইউতে থাকা অবস্থায় তার ফুসফুসে ইনফেকশন দেখা দিলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও বড় ছেলে। গত ২৪ ডিসেম্বর চিকিৎসার জন্য ব্যাংককে যান সাবেক এমপি শাজাহান।