Logo
Logo
×

রাজনীতি

ফেসবুক পোস্টে বিন ইয়ামিন মোল্লা

ধানমন্ডি ৩২-এ এখন আ. লীগ নেই, তারা আছে সচিবালয়ে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ এএম

ধানমন্ডি ৩২-এ এখন আ. লীগ নেই, তারা আছে সচিবালয়ে

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, যারা ধানমন্ডি ৩২ এ আপনাদেরকে আওয়ামী লীগ নিধন করতে নিয়ে গেছে তারা আপনাদের ভুল জায়গায় নিয়ে গেছে। সেখানে কোনো আওয়ামী লীগ এখন নাই।

তিনি বলেন, ধানমন্ডি ৩২ আপনারা যতোই গুড়িয়ে দেন। আওয়ামী লীগ ফিরলে সেটা আবার বানানো হবে। তাহলে আওয়ামী লীগ কোথায় আছে? আওয়ামী লীগ আছে সচিবালয়ে। আছে প্রশাসনে, আছে সেনাবাহিনীর ভিতরে, আছে মিডিয়া জগতে আর তাদের অর্থ আছে তাদের বানানো ব্যবসায়ীদের কাছে। ধানমন্ডিতে আপাতত কিছু নাই।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

এই ছাত্রনেতা আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে, তাদের সমূলে উৎপাটন করতে হলে। হয়ত এখন আমাদের মার্চ টু সচিবালয় করতে হবে। মার্চ টু যমুনা করতে হবে। যেন সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করে। ফ্যাসিবাদ নির্মূলে শক্তিশালী ভূমিকা পালন করে। বিপ্লবীদের নিয়ে শক্তিশালী ও অংশগ্রহণমূলক একটি সরকার গঠন হয়। বিপ্লব যেন মাঠে না মারা যায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম