Logo
Logo
×

রাজনীতি

ছয় মাসেও বিচার না হওয়া দুঃখজনক: শিবির সভাপতি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪১ এএম

ছয় মাসেও বিচার না হওয়া দুঃখজনক: শিবির সভাপতি

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থান পরবর্তী ৬ মাস অতিক্রান্ত হলেও গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার সম্পন্ন না হওয়া দুঃখজনক। এই বিচারের দীর্ঘসূত্রিতা দেশের মানুষকে হতাশ করেছে।

বুধবার ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে তিনি বলেন, শহিদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের বুকের তাজা রক্তে বৈষম্যহীন ও সম্প্রীতির রাষ্ট্রের স্বপ্ন বুনে গেছেন। তাদের অকৃত্রিম আত্মত্যাগ ও অনন্য সাহসিকতার ফলের স্বৈরশাসনের পতন হয়েছে।

ছাত্রশিবির সভাপতি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের পরিবর্তে জামিনে মুক্ত করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।

ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের হত্যার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে হামলা করছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের নির্লিপ্ততার কারণে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিতে শুরু করেছে বলেও জানান তিনি। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালিসহ আগামী এক সপ্তাহ নানা কর্মসূচি গ্রহণ করেছে ছাত্রশিবির।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম