ড. মঈন খানের সঙ্গে ব্রিটেনের বৈশ্বিক মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূতের বৈঠক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম
![ড. মঈন খানের সঙ্গে ব্রিটেনের বৈশ্বিক মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূতের বৈঠক](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/03/Untitled-1-67a0d57c38816.jpg)
ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ঢাকায় সফররত ব্রিটেনের বৈশ্বিক মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার বিকালে সাড়ে ৩টায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এসময় ব্রিটিশ সরকারের উপ-স্থায়ী প্রতিনিধি জেনেভাও উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।
তিনদিনের সফরে সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন ব্রিটেনের বৈশ্বিক মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স।