Logo
Logo
×

রাজনীতি

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

জুলাই গণহত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২ এএম

জুলাই গণহত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল

ছবি: সংগৃহীত

পতিত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। ফরিদপুর যশোর ও কুমিল্লায় শনিবার এ কর্মসূচি পালন করা হয়।

যুগান্তর ব্যুরোদের পাঠানো খবর : ফরিদপুর শহরের চকবাজার মসজিদের সামনে থেকে গণমিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য দেন ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ, রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি ফাহিম বিশ্বাস। পরিচালনা করেন শহর শাখার সাহিত্য সম্পাদক দিদার হোসেন। বক্তারা আগামী দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যশোরে গণমিছিল শেষে দড়াটানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর সারাদেশে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও আইন-শৃংখলা বাহিনী গণহত্যাকারীদের গ্রেফতার করেনি। সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার তানভির আহমেদ, যশোর শহর শাখার সভাপতি আহমেদ ইব্রাহীম, সেক্রেটারি উবাইদুল্লাহ হুসাইন, জেলা পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

কুমিল্লায় নগরীর টমছমব্রিজ মোড় থেকে গণমিছিল শুরু হয়ে সালাউদ্দিন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ। উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, কুমিল্লা জেলা উত্তরের সভাপতি সানাউল্লাহ রাসেল, জেলা দক্ষিণের সভাপতি মহিউদ্দিন রনি। বক্তারা বলেন ছাত্রলীগের পাশাপাশি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম