Logo
Logo
×

রাজনীতি

সরকার একটি গোলকধাঁধার মধ্যে পড়েছে: গয়েশ্বর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

সরকার একটি গোলকধাঁধার মধ্যে পড়েছে: গয়েশ্বর

সুষ্ঠু নির্বাচন করা ছাড়া অন্য কোনো দায়িত্বের প্রতি এই সরকারের আগ্রহ সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, এখন যে সরকার আছে সেই সরকার থেকে আপনি কী আশা করেন? কারণ এই সরকার যে কী করতে চায় আমিও বুঝি না। তারা কী করতে চায় নিজেরা জানে কি না বা বুঝে কি না। তারাও একটা গোলকধাঁধার মধ্যে পড়েছে। সংস্কার সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রাষ্ট্র চলছে না।

তিনি বলেন, আপনি বিভিন্ন ব্যবসা কেন্দ্রে যান, বিভিন্ন ডিপার্টমেন্টে যান, আপনাদের ফাইল আটকে রেখেছে। আবার আওয়ামী লীগের আমলে যারা কাজ করেছে তাদের বিল কিন্তু ঘোরাচ্ছে না। 

গয়েশ্বর  বলেন, আওয়ামী লীগ টানা ১৬ বছর ক্ষমতায় থাকল। ওই সরকারের লোকজন লুটপাট, দুর্নীতি করেছে। এরাই এখন যার যার জায়গায় বসে আছে। সব দুর্নীতি এখনো চলমান। বাজেট প্রণয়নের ক্ষেত্রেও বিগত সরকারের রেখে যাওয়া বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এগোচ্ছে।

স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে ‘মাদকমুক্ত দেশ ও জাতি গঠনে করণীয়’ শীর্ষক এই আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি খন্দকার রুহুল আমিন। 

আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামী প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম