Logo
Logo
×

রাজনীতি

‘পুলিশ ছাড়া ৫ মিনিটও দাঁড়াতে পারে নাই আ.লীগ’

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম

‘পুলিশ ছাড়া ৫ মিনিটও দাঁড়াতে পারে নাই আ.লীগ’

পুলিশ ছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সামনে পাঁচ মিনিটও দাঁড়াতে পারে নাই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

শুক্রবার রাতে হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জি কে গউছ বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, হেলমেট লীগ, চাপাতি লীগ, কোনো লীগ পুলিশ ছাড়া পাঁচ মিনিট আমাদের সামনে দাঁড়াতে পারে নাই। কারণ, আমরা ঈমানি শক্তিতে বলিয়ান ছিলাম’।

তিনি বলেন, ‘শুধু শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারাই পালিয়ে যাননি, সঙ্গে হাজার হাজার কোটি টাকাও নিয়ে গেছেন। আওয়ামী লীগ লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে।’

রাজনীতিতে প্রতিহিংসা যেন না থাকে এমনটা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। আমরা যেন প্রতিহিংসা পরায়ণ না হই। ভালো কর্ম দিয়ে মানুষের হৃদয় জয় করব আমরা।’

বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে জি কে গউছ বলেন, এই দল সব মানুষকেই ধারণ করে। সব মতের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে।

পুলিশ আওয়ামী লীগ বিএনপি হবিগঞ্জ জি কে গউছ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম