Logo
Logo
×

রাজনীতি

পাঁচ বছরে ৫ কোটি গাছের চারা লাগাতে চাই: তারেক রহমান

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

পাঁচ বছরে ৫ কোটি গাছের চারা লাগাতে চাই: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জন্য আমরা দল থেকে কী করব, দলীয়ভাবে কী পদক্ষেপ নিতে পারি- এসব আমাদের পরিকল্পনার মধ্যে আছে। এর বাইরেও পাঁচ বছরে অন্তত ৫ কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনা আছে। এর পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য আমাদের মানুষকেও সচেতন করতে হবে। যতগুলো পলিথিনের বিভিন্ন জিনিস রাস্তাঘাটে ফেলে রাখা হয়, এগুলো যাতে রাস্তায় না ফেলা হয় সেই বিষয়ে আমাদের মানুষকে সচেতন করতে হবে।

তিনি বলেন, আমাদের গাজীপুর মহানগরী, আশুলিয়া, সাভারসহ ইন্ডাস্ট্রি এরিয়াতে অনেক প্রিন্টিং কারখানা রয়েছে। বন্ধ হয়ে যাওয়া খাল এবং নদীগুলো পুনরায় খনন করতে হবে। বন্যা থেকে শুরু করে শুষ্ক মৌসুমে সব সময় পানির বিভিন্ন বিষয়গুলোর প্রতি নজর রেখে আরও বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের রয়েছে।

বুধবার গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এক কর্মশালায় বর্তমান বিশ্বে জলবায়ু বিবর্তন বিষয়ে কাশিমপুর মহিলা দলের নেত্রী শাম্মী আক্তারের প্রশ্নের উত্তরে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। এ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান আলোচক হিসেবে দীর্ঘ ৩১ দফার উপরে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মাহাদী আমিন।

আরও উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেত্রী হালিমা আক্তার, শাম্মী আক্তার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনিসহ গাজীপুর মহানগর বিএনপি এবং সব অঙ্গ সংগঠনের নেতারা।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে এই বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সূচনা করে এ দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে দেশের ব্যাপক উন্নয়ন করেছিলেন; যার ফলে সারা বিশ্বের দরবারে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রের পরিচিতি পেয়েছিল। সারা মুসলিম বিশ্বে পরিচিতি এবং স্বীকৃতিও পেয়েছিল; কিন্তু দুর্ভাগ্য বেশি দিন আর আমাদের সেই মহান নেতা এই দেশের মানুষের কল্যাণে এ দেশের উন্নয়নে কাজ করার সুযোগ পাননি। সেই ১৯ দফার ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে আলোচনা করেই আজকে ৩১ দফা প্রস্তাবনা তৈরি করেছেন।

তিনি বলেন, এতে নির্বাচন কমিশনার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, বর্তমান বিচার ব্যবস্থার সংস্কার, জনকল্যাণমুখী প্রশাসন, কার্যকর ব্যবস্থা গ্রহণ, সর্বোচ্চ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দেওয়া, জাতীয় স্বার্থে অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন, প্রতিরক্ষা বাহিনীর অধিকার, সবার জন্য স্বাস্থ্য, কৃষকের উৎপাদনে সুরক্ষা দিয়ে কৃষিপণ্যের ন্যায্যমূল্যে নিশ্চিতকরণ, সড়ক ও নৌপথের আধুনিকায়ন, দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, পরিকল্পিত পরিবেশবান্ধব দেশ সম্পর্কে বলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম