Logo
Logo
×

রাজনীতি

মারুফ কামাল খানের ২ ‘গুজব’, বিএনপি ও দেশ নিয়ে যা আছে তাতে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

মারুফ কামাল খানের ২ ‘গুজব’, বিএনপি ও দেশ নিয়ে যা আছে তাতে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। পোস্টে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের লন্ডন সফর, চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়া এবং তার আগে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে কথা বলেছেন। প্রসঙ্গ দুটিকে তিনি রসিকতা করে ‘গুজব’ বলে উল্লেখ করেছেন। যুগান্তর পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- 

‘‘দেখতেই তো পাচ্ছি, সত্য ও তথ্যের চাইতে গুজবের ক্ষমতা অনেক বেশি। গুজব রটাতে পারিনে বলে প্রচারণার অঙ্গনে আমি বেশ দুর্বল। তাই ভেবে দেখলাম, একটু চেষ্টা করে তো দেখতে পারি। যেই ভাবা সেই কাজ। আজ একটু গুজবই রটাই।

গুজব ১. বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে লন্ডন গিয়েছেন, সেটা কেন জানেন?শোনেন তা'হলে। নির্বাচন ও সংস্কারের সময়সীমা ও আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার কিছু সিদ্ধান্ত নিতে চায়। এ সিদ্ধান্তগুলি চূড়ান্ত করার আগে তারা বিএনপির মতামত জানাটা দরকার মনে করছে। রাজি থাকলে বিএনপিকে অন্তর্বর্তী সরকার তাদের পরিকল্পনায় 'অনবোর্ড' করতে চায়। এসব পরিকল্পনা সংক্রান্ত সরকারের প্রস্তাব নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে ও সিদ্ধান্ত জানতেই মির্জা সাহেবের এই লন্ডন মিশন।

গুজব ২. উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার আগেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এখন বেগম জিয়া ও তাঁর সম্ভাব্য সফরসঙ্গীদের প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করা হয়েছে। লন্ডন হয়ে চিকিৎসার্থে বেগম জিয়ার যুক্তরাষ্ট্রে যাবার সম্ভাবনাই বেশি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহে তিনি যাত্রা করবেন। কাতার সরকার এযাত্রায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য ঢাকা-লন্ডন এয়ার অ্যাম্বুল্যান্স-এর যোগান দিতে রাজি হয়েছে। এই সফরের আগেই জেনারেল ওয়াকার দেখা করবেন বেগম জিয়ার সঙ্গে। সৌজন্যমূলক হলেও এ সাক্ষাত উভয় পক্ষ এবং দেশ-জাতির জন্য কল্যাণপ্রদ হবে বলেই আমার ধারণা।

আমার ছড়ানো গুজব দু'টি এখানেই শেষ হলো। এখন যদি ঝড়ে বক পড়ে যায়, অর্থাৎ কোনো কারণে এ দু'টি গুজব যদি সত্যিই ফলে যায় তাহলে 'কানা ফকিরের' কেরামতি অনেক বেড়ে যাবে না?’’


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম